Header Ads Widget

ফরিদপুর সড়কে মাহিন্দ্র উল্টে প্রাণ গেলো কৃষকের

 



ফরিদপুর সড়কে মাহিন্দ্র উল্টে প্রাণ গেলো কৃষক ফরিদপুর-সালথা সড়কে মাহিন্দ্র উল্টে প্রান গেলো ইদ্রিস হাজরা (৫৫) নামের এক কৃষকের। ১০মার্চ সোমবার রাত পৌনে আটটার দিকে সালথা, ফরিদপুর সড়কের শোলাকুন্ড মাদ্রাসার সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত ইদ্রিস হাজরা সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ঝুলাখালী গ্রামের মৃত আঃ লতিফ হাজরার ছেলে।



স্থানীয়রা জানান, সোমবার বিকালে সদর থানার কৈজুরী ইউনিয়নের সাইচা গ্রামে গিয়েছিল ইদ্রিস হাজরা। কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে তাম্বুলখানা বাজার থেকে মাহিন্দ্র গাড়িতে ওঠেন তিনি। শোলাকুন্ড মাদ্রাসার সামনে একজন পথচারীকে বাঁচাতে গিয়ে গাড়িটি উল্টে যায়।

 এসময় ইদ্রিস হাজরা সহ ৭জন আহত হয়আহতবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা ইদ্রিস হাজরাকে মৃত ঘোষনা করেন।

কোতয়ালী থানার পরিদর্শক মো : জাফর ইকবাল জানান, এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে কাগজপত্রবীহিন মাহিন্দ্র সড়কে বেপরোয়া চলাচল করছে। এদের অত্যাচারে অতিষ্ঠ পথচারী। এইসব যানবাহন এখন সাধারণ মানুষের জন্য মৃত্যু কূপ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের উচিত এসব অবৈধ যানবাহন মাহিন্দ্রর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

Post a Comment

0 Comments