Header Ads Widget

জাবির ২৭৮ শিক্ষার্থী ও ১৩ শিক্ষক বহিষ্কার

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত অভিযোগে ২৭৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশপাশি ১৩ জন শিক্ষককেও একই অভিযোগে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৭ মার্চ) মধ্যরাতে জাবির সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে সিন্ডিকেট সভা শুরু হয়ে দীর্ঘ ১৪ ঘন্টাব্যাপী চলে।




অভিযুক্ত শিক্ষার্থীদের তিনটি ক্যাটাগরিতে শাস্তি দেওয়া হয়েছে। এগুলো হলো- বর্তমান শিক্ষার্থীদের সাময়িক বরখাস্ত, পরীক্ষা শেষ হয়েছে এমন শিক্ষার্থীদের ফলাফল স্থগিত, সাবেক শিক্ষার্থীদের সনদ স্থগিত এছাড়াও সাবেক উপাচার্য অধ্যাপক নুরুল আলমের পেনশন স্থগিত করা হয়েছে।

Post a Comment

0 Comments