Header Ads Widget

ধর্ষকের শাস্তি একটাই মৃত্যু।🤬





 ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।

 শৈশবের যে উচ্ছ্বল হাসি, তা থমকে গেছে এক ভয়ংকর বাস্তবতার সামনে।

আমরা পারলাম না তার মুখের হাসি টা ধরে রাখতে😭🙏😰


একই তো পাষবিকের চেয়ে বেশি নির্যাতন, আবার এই রমজান মাস🙄🥺 কত বড় অসভ্য হলে এমন করে।


বাচ্চা মেয়েটি বেড়াতে গিয়েছিল বড় বোনের বাসায়। ঘুরে ফিরতে দেরি হয়ে যাবে দেখে, বড় বোন আদরের ছোট বোনটিকে থেকে যেতে বলেছিল। তার মনে হয়েছিল, দুলাভাই যখন বাসায় আছেন, তখন নিশ্চিন্তেই রাত কাটানো যাবে।


কিন্তু সেই রাত কাল হয়ে এলো শিশুটির জীবনে।


দুপুরের দিকে বড় বোন যখন বাসায় ফিরল, রুমের দরজা বন্ধ, ভেতরে ঘুটঘুটে অন্ধকার। উদ্বিগ্ন হয়ে লাইট জ্বালাতেই চোখে পড়ল শিউরে ওঠার মতো দৃশ্য—এককোণে এলোমেলো হয়ে পড়ে আছে ছোট বোনটি। তার নিস্তেজ মুখ ফ্যাকাশে, চোখ দুটো নিভে আসা প্রদীপের মতো।


বড় বোন কিছুই বুঝতে পারছিল না, কী হয়েছিল তার আদরের বোনটার সঙ্গে! যখন আসল সত্যিটা উপলব্ধি করল, তখন অনেক দেরি হয়ে গেছে।


অসহায় বড় বোন হাতজোড় করে শাশুড়ির কাছে অনুরোধ করল, "আমার বোনকে হাসপাতালে নিয়ে যেতে দিন!" কিন্তু শাশুড়ি বাধা দিলেন—"না, মানসম্মান নষ্ট হবে!"


অবশেষে অনেক অনুরোধের পর বড় বোন ছোট বোনটিকে নিয়ে গেল হাসপাতালে। শাশুড়ি সঙ্গে এসেছিলেন ঠিকই, কিন্তু হাসপাতালে পৌঁছানোর পরই পালিয়ে গেলেন।


বাচ্চা মেয়েটার অবস্থা ক্রমেই গুরুতর হয়ে উঠল। ব্যথায় কাতরাচ্ছিল সে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। অক্সিজেন মাস্কের আড়ালে তার করুণ আর্তনাদ শুনে হাসপাতালের বাতাস ভারী হয়ে উঠল।


সাত-আট বছরের নিষ্পাপ শিশুটি, যে কিছুদিন আগেও পুতুল নিয়ে খেলত, আজ সেই হাতই অসাড় হয়ে পড়ে আছে হাসপাতালের বিছানায়।


মেয়েটির মা আর বড় বোন চুপচাপ দাঁড়িয়ে আছে তার পাশে। মা মাথায় হাত বুলিয়ে ফিসফিস করে বলছে, "সব ঠিক হয়ে যাবে মা..."


কিন্তু সত্যিই কি সব ঠিক হবে?


শিশুটির চোখে আজ ভয় আর প্রশ্ন—তার দোষ কী ছিল? তার তো ওড়না পরার বয়সও হয়নি। তাহলে কীসের দোহাই দিয়ে এই পাশবিকতা লুকানো হবে?


এখনও কেউ এগিয়ে আসেনি। না কোনো প্রতিবাদ, না কোনো ন্যায়বিচারের দাবি। চারপাশ নিস্তব্ধ।


এবারও কি ধ*র্ষকের পক্ষেই দাঁড়াবে সমাজ? নাকি এই অবুঝ শিশুটির পাশে এসে দাঁড়াবে কেউ!!??


মানুষ কতটা খারাপ হতে পারে, ছি: ছি:

আল্লাহ এদেরকে ধ্বংস করে দেও।




বি:দ্র: মেয়েটি আর বেঁচে নেই😔🥺

Post a Comment

0 Comments