আছিয়া আর নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কি দোষ ছিল ৭ বছরের শিশু কন্যা আছিয়ার।আর যেন অত্যাচার নির্যাতনের শিকার হতে না হয় মাগুরার আছিয়ার মত ছোট্ট সোনামনি দের।আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই,সর্বোচ্চ শাস্তি দাবি করছি।আছিয়ার প্রতি পাষবিক হিংস্রতা নির্যাতন হত্যার বিচার করে নিশ্চিত করতে হবে আছিয়ার মত আর কোন শিশু যেন পাষবিক হিংস্রতা নির্যাতনের শিকার না হয়।আর কোন মা বাবার আহাজারি শুনতে না হয়।আল্লাহ যেন আছিয়ার পরিবারের সবাইকে এই শোক সইবার ক্ষমতা দেন।
0 Comments