ফরিদপুরের ভাঙ্গায় গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় নূর ইসলাম নামে এক পলাতক যুবককে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। ১১ মার্চ মঙ্গলবার দুপুরে গ্রেফতার যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
১০ মার্চ সোমবার রাতে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা সদর এলাকায় অভিযান চালিয়ে নূর ইসলামকে গ্রেফতার করা হয়। জানা যায়,গত ৩০ জানুয়ারি ওই গৃহবধূ গোপালগঞ্জের মোকছেদপুরের গ্রামের বাড়ি থেকে ইজিবাইকে ফরিদপুরের ভাঙ্গায় আড়ুরাকান্দি গ্রামে ফুপু বাড়িতে যাচ্ছিলেন। সন্ধ্যায় ওই গৃহবধূ আড়ুয়াকান্দি বাসস্ট্যান্ডে ইজিবাইক থেকে নামার পর পাঁচ যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে বাসস্ট্যান্ডের অদূরে একটি ফসলি জমিতে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে যায়।
পরদিন সকালে গৃহবধূর জ্ঞান ফিরলে অসুস্থ অবস্থায় শ্বশুরবাড়িতে গিয়ে স্বামী ও পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে ওই গৃহবধূ নিজে বাদী হয়ে পাঁচজনকে আসামি করে ভাঙ্গা থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার করতে সক্ষম হলেও একজন পালিয়ে যান।
১০ মার্চ সোমবার রাতে অবশেষে নূর আলমকেও গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে ভাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক জানান, ওই গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পরপরই চারজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় একজন পলাতক ছিলেন।
সোমবার রাতে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা সদর এলাকায় অভিযান চালিয়ে নূর ইসলামকেও গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে গ্রেফতার নূর ইসলামকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
0 Comments