Header Ads Widget

বাংলাদেশ দল আমাকে সাদরে গ্রহণ করেছে: হামজা


 ইংল্যান্ড থেকে বাংলাদেশ জাতীয় দলে আসার প্রক্রিয়াটা সহজ ছিল না হামজা দেওয়ান চৌধুরীর জন্য। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আগ্রহ এবং হামজা ও তার পরিবারের আগ্রহে জাতীয় দলের দরজা খুলেছে। বুধবার সংবাদ সম্মেলনে এসেছিলেন হামজা, বললেন জাতীয় দলের সবাই তাকে সাদরে গ্রহণ করেছে।




সংবাদ সম্মেলনে প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা, অধিনায়ক জামাল ভূঁইয়ার পর কথা বলেন হামজা চৌধুরী। সেখানে তিনি বলেন, ‘দলে যোগ দিতে পেরে আমি সত্যিই অনেক আনন্দিত। বাংলাদেশ দলের সবার সাথে আমার দেখা হয়েছে এবং তারা সবাই আমাকে সাদরে গ্রহণ করেছেন।’



বাংলাদেশ দলের উত্থান-পতনের দোষ হামজা কাঁধে পড়বে এমন প্রশ্নে এ মিডফিল্ডার বলছেন, ‘না, এটা নিয়ে আমার খুব বেশি চিন্তা নেই। আমার আসলে খুব বেশি চাওয়া-পাওয়া নেই। আমি আশাবাদী এবং উদ্দীপ্তও বটে। আমি আশা করছি দলের চাহিদা অনুযায়ী খেলে তাদের চাহিদা পূরণ করতে পারব।’




‘আমার প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা সবার সাথে ভাগাভাগি করতে চাই। লেস্টারে আমি যে দিনগুলো কাটিয়েছি সেগুলো বেশ ভালো ছিল। এখানে আমাদের সাথে অভিজ্ঞ অধিনায়ক আছেন, জামালসহ আরও অনেকে জাতীয় দলে দীর্ঘদিন খেলছে। তাদের কাছ থেকেও আমি শিখতে চাই।’




কোচের টেকনিক নিয়ে হামজা বলেন, ‘কোচের টেকনিক নিয়ে আমি বেশ খানিকটা আত্মবিশ্বাসী। তিনি আমাকে অনেক কিছু দেখিয়েছেন, আজকের দিনে দল কি কি কাজ করছে সব। তার কৌশলে কাজ হবে বলে আশা করছি।’

Post a Comment

0 Comments