![]() |
জিয়াউর রহমান ‘দূরদর্শী নেতা’ ও খালেদা জিয়া ‘আপোষহীন’: শিবির সভাপতি |
আরো দেখুন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র হলেও এতে অপার সম্ভাবনা রয়েছে। তবে অতীতে অনেক মূল্যবান সময় নষ্ট হয়েছে। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেশের দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান ও অন্তর্ভুক্তিমূলক (ইনক্লুসিভ) বাংলাদেশের ধারণা আজও প্রাসঙ্গিক।
তিনি আরও বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামসহ নানা সংকটের সমাধানে জিয়াউর রহমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাঁর বিচক্ষণ নেতৃত্বের কারণেই পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ তার অবস্থান শক্তভাবে ধরে রাখতে পেরেছে।
এছাড়া, পার্শ্ববর্তী রাষ্ট্রের পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলার যে গভীর ষড়যন্ত্র চলছিল, সেটি রুখতে জিয়াউর রহমান কার্যকর ভূমিকা রেখেছিলেন বলে মন্তব্য করেন শিবির সভাপতি।
বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে জাহিদুল ইসলাম বলেন, তাঁর আপোষহীন নেতৃত্ব, বডি ল্যাংগুয়েজ ও বক্তব্যের কারণে তিনি এখনো দেশের মানুষের ভালোবাসার প্রতীক হিসেবে বিদ্যমান রয়েছেন।
আগামী দিনে ছাত্রশিবির, ছাত্রদল এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো একত্রিত হয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রাজনৈতিক মাঠে ভিন্নমত ও দৃষ্টিভঙ্গির উপস্থিতিই গণতন্ত্রের সৌন্দর্য বলেও মন্তব্য করেন শিবির সভাপতি।
0 Comments