![]() |
রাস্তায় দায়িত্বরত পুলিশদের সঙ্গে ইফতার করলেন ডিএমপি কমিশনার |
রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিংমলের সামনে অস্থায়ী পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে একত্রে বসে ইফতার করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সেসময় তার সহধর্মিণী ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সহ-সভানেত্রী রাহেনা সুলতানা উপস্থিত ছিলেন। ঢাকা কা মহানগরবাসীর সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ। পবিত্র মাহে রমজানে কর্মব্যস্ত মানুষ দিনশেষে আপনজনের সাথে ইফতার করতে ছুটে যায় নিজ নিজ বাসা-বাড়িতে। কিন্তু জনসাধারণের নিরাপত্তায় দায়িত্বরত পুলিশ সদস্যদের কর্তব্যস্থলে বা অনেক সময় সড়কে ইফতার করতে হয়।
গতকাল সন্ধ্যায় বসুন্ধরা শপিংমলের সামনে দায়িত্বরত বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সাথে রাস্তায় একত্রে বসে ইফতার করলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এবং তার সহধর্মিণী ও পুনাক সহ-সভানেত্রী রাহেনা সুলতানা। পুনাক সহ-সভানেত্রী বাসা থেকে দায়িত্বরত পুলিশ সদস্যদের ইফতারের জন্য নিজ হাতে বিভিন্ন ধরণের খাবার তৈরি করে নিয়ে আসেন এবং নিজ হাতে সবার মাঝে বিতরণ করেন।
সেসময় ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং দায়িত্বের অংশ হিসেবে সকল কষ্ট ও ত্যাগ স্বীকার করে মহানগরবাসীর সার্বিক নিরাপত্তায় কাজ করে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেন।সেসময় ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
0 Comments