Header Ads Widget

জাতিসংঘের মহাসচিবকে নির্বাচনের টাইম ফ্রেমটা দিতে যাবো কেন: মির্জা ফখরুল

 

জাতিসংঘের মহাসচিবকে নির্বাচনের টাইম ফ্রেমটা দিতে যাবো কেন: মির্জা ফখরুল
Ads 



জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতিসংঘের মহাসচিবকে আমরা আমাদের নির্বাচনের টাইম ফ্রেমটা দিতে যাবো কেন?



আজ ১৫ মার্চ শনিবার দুপুর রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে গোল টেবিল বৈঠক শেষে নির্বাচন নিয়ে কোন টাইম ফ্রেমের কথা বলেছেন কি না জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আমাদের কোন টাইম ফ্রেমের কথা বলার প্রয়োজন নেই। সংস্কার আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। আমরা সংস্কার কমিশনগুলোর সঙ্গে আমরা কথা বলছি, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তারা যা চাচ্ছে আমরা সব দিয়ে দিচ্ছি। ইতোমধ্যে আমাদের সঙ্গে একটা বৈঠক হয়েছে। জাতিসংঘের মহাসচিব কে আমরা আমাদের টাইম ফ্রেমটা দিতে যাবো কেন?




সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার অবশ্যই করতে হবে, সেই সংস্কারের কথা সবার আগে বলছে বিএনপি। কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়। সংস্কার যত দ্রুত শেষ করে নির্বাচন দেয়া যায়। দেশের জন্য ততই মঙ্গল। আমরা যেটা বলেছি, মূলত নির্বাচন কেন্দ্রীক বিষয়গুলো সংস্কারগুলো করে ফেলা, তারপর দ্রুত নির্বাচন করা, এরপর একটি সংসদের মাধ্যমে বাড়তি সংস্কারগুলো করা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটাই আমরা বলেছি।



মির্জা ফখরুল বলেন, মূলত এখানে সংস্কারে যে কমিশনগুলো করা হয়েছে, সে বিষয়গুলো জাতিসংঘ মহাসচিবকে অবহিত করা হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল এই বিষয়ে অবহিত করেছেন। আমরা আমাদের বক্তব্যের মধ্যে যে কথাগুলো বলে আসছি, সেই একই কথা বলেছি

https://www.effectiveratecpm.com/dwvfwj84c?key=98d33cb18c23314d61989c6f6725421d




Post a Comment

0 Comments