![]() |
হাসিনার দম্ভের আগুনে ৩৪ বছর আগে পুড়েছিল ড. কামালের ভাগ্য |
গত পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকেই দেশের রাজনীতিতে দৃশ্যত অনুপস্থিত দেশের দীর্ঘদিনের রাজনৈতিক দল আওয়ামী লীগ। গণঅভ্যুত্থানের পর সাত মাস অতিবাহিত হলেও কার্যত এখনও আওয়ামী লীগ দিশেহারা অবস্থায় রয়েছে বলে বলছেন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিকে আওয়ামী লীগের এই করুণ পরিণতির জন্য দলের সভাপতি শেক হাসিনার একরোখা নীতি ও তার দম্ভকে দায়ী করছেন দলটির সমর্থকরা। তাদের ভাষ্য, তার একক সিদ্ধান্ত ও দলের চাটুকারদের উত্থানের কারণে দলের এই পরিণতি হয়েছে। তিনি দলের সিনিয়র নেতাদের কথা না শুনে চাটুকারীদের নিয়ে রাজনীতি করতে চেয়েছিলেন, তাদের কথা শুনেই আজকে তারএই পরিণতি।
অনেকে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারির নির্বাচনের কথা বলেন। তারা ওই সময়ের ড, কামাল হোসেনের সঙ্গে শেখ হাসিনার কার্যকলাপের উল্লেখ করে বলেন, উনি (শেখ হাসিনা) সমালোচনা সহ্য করতে পারেন না, তিনি মূলত তার চিন্তার বাইরের কাউকে পছন্দও করেন না, তাদের পরামর্শ্র গ্রহণ করেন না। এর থেকে বের হতে না পারলে আওয়ামী লীগের দুঃসময় কবে কাটবে তার হিসাব কেউ দিতে পারবে না বলেও জানান তারা।
0 Comments